বাংলা একাডেমিতে আবদুল করিম সাহিত্য বিশারদকে নিবেদিত সেমিনারে প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক মনসুর মুসা আবদুল করিম সাহিত্য বিশারদের সাধনা সমৃদ্ধ করেছে দেশের গবেষণা জগৎকে। সমাজকে আলোকিত করেছে তার পুঁথিসাহিত্যের গবেষণা। আর তিনি শুধু সাহিত্যের কাজ নয়, একাধারে ইতিহাসের করে গেছেন। এভাবেই আবদুল করিম সাহিত্য বিশারদের কীর্তির মূল্যায়ন করলেন বিশিষ্টজনরা। বৃহস্পতিবার এই গুণীজনের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা।বিকেলে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সূচনা বক্তব্য রাখেন একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা। আবদুল করিম সাহিত্য বিশারদ ও তাঁর অনুবর্তীরা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা। আলোচনায় অংশ নেন লেখক ও সমাজবিজ্ঞানী অধ্যাপক নেহাল করিম এবং অধ্যাপক সুমন সাজ্জাদ। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।ড....