সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, তরুণদের মধ্যে রেক্টাল ক্যানসারের হার উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। বিশেষ করে ১৯৯০ সালে জন্ম নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এই ঝুঁকি ১৯৫০ সালে জন্ম নেওয়াদের তুলনায় চারগুণ বেশি। গবেষকরা বলছেন, এই ঊর্ধ্বমুখী হার জিনগত নয়, বরং পরিবেশ ও জীবনযাত্রাজনিত কারণেই এমনটা হচ্ছে। কেন বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি?যুক্তরাষ্ট্রের ডানা-ফারবার ক্যানসার ইনস্টিটিউট ও হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণাটি ব্রিটিশ জার্নাল অব সার্জারিতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে তরুণদের মধ্যে গ্যাস্ট্রোইনটেস্টিনাল ক্যানসারের হার প্রায় ১৫ শতাংশ বেড়েছে। ৫০ বছরের নিচের পুরুষদের মধ্যে ক্যানসারজনিত মৃত্যুর শীর্ষ কারণ এখন কোলোরেক্টাল ক্যানসার, আর নারীদের ক্ষেত্রে এটি দ্বিতীয়। গবেষকরা এই প্রবণতাকে ‘বার্থ কোর্ট ইফেক্ট’ বলে বর্ণনা করছেন, যার মানে হলো—যাঁরা ১৯৯০-এর পরে জন্মেছেন, তারা আগের প্রজন্মের তুলনায়...