বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে বিএনপি একটি সর্বজনীন ও কল্যাণকর দল। তিনি বলেন, ‘বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, বরং ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতিকে অগ্রাধিকার দিয়ে সমাজে শান্তি ও নৈতিকতা বিস্তার ঘটাতে চায়।’ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলার ধোবাউড়া সদরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে দুর্গাপূজা পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব বলেন। সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে জনগণ একে অপরের ধর্মীয় ও সামাজিক উৎসবে অংশ নেয়- এটাই বাংলাদেশি জাতির ঐতিহ্য।’ তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এই ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘এর মধ্যেই নিহিত রয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন।’ বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘অতীতে আওয়ামী লীগ সংখ্যালঘুদের ভোটব্যাংক হিসেবে বিবেচনা করে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করতে চেয়েছে। এতে...