সিলেট-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই প্রার্থী (লুনা-হুমায়ূন) সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতু ও থানার গেইটের সামনে দফায় দফায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-২ আসনে মনোনয়নপ্রত্যাশী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরের সমর্থকদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবদল নেতা আব্দুর রহমান, ছাত্রদল নেতা মিনহাজসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে সব আহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ সময় বিশ্বনাথ নতুন বাজার ও পুরান বাজারের সব দোকানপাট ও যান চলাচল বন্ধ ছিল। পরে অতিরিক্ত পুলিশসহ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে পরিস্থিতি শান্ত করে। জানা যায়, সিলেট-২ আসনের...