বিশ্বকাপে খেলা নিশ্চিত করার আনন্দে ব্যতিক্রমী উদ্যাপন সালাহদের আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে থাকা মিসর ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। কাসাব্লাংকায় জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে দলটি। বাছাইপর্বে এখনো একটি ম্যাচ বাকি থাকলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী বুরকিনা ফাসোর চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে থেকেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে মিসর। জয়ের দিনে জোড়া গোল করেন দলের সেরা তারকা মোহাম্মদ সালাহ। এই জয়ের মাধ্যমে ৮ বছর পর বিশ্বকাপে ফিরছে আফ্রিকার অন্যতম ঐতিহ্যবাহী দলটি। সর্বশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে অংশ নিয়েছিল তারা। এর আগে মাত্র দুটি বিশ্বকাপে খেলেছে মিসর ১৯৩৪ ও ১৯৯০ সালে।বাছাইপর্বে ৯ ম্যাচে ২৩ পয়েন্ট সংগ্রহ করেছে মিসর। প্রতিপক্ষের জালে তারা বল জড়িয়েছে ১৯ বার, যার মধ্যে ৯টি গোলই করেছেন সালাহ। বয়স ৩৩ হলেও গোলমুখে এখনো আগের...