কলেজ ছাত্রকে বলাৎকারের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি ইতালী প্রবাসী বিএনপি নেতা মাসুদ সরদার ওরফে কিং মাসুদকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে র্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে বরিশালের কোতোয়ালী মডেল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মাসুদ সরদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে ওইদিন রাতে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত মামলার প্রধান আসামি মাসুদ সরদার ওরফে কিং মাসুদ খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম সরদারের ছেলে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ইতালী প্রবাসী মাসুদ সরদার ওরফে কিং মাসুদ ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর নিজ এলাকায় আসেন। পরবর্তীতে তিনি (মাসুদ) ইতালী প্রবাসী বিএনপি নেতা দাবি করে স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতার ছবি সম্মিলিত ব্যানার ও পোস্টারের মাধ্যমে...