এসএম বদরুল আলমঃগণপূর্ত অধিদপ্তরের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কায়কোবাদকে ঘিরে নতুন করে নানা অভিযোগ উঠেছে। বিভাগটির অভ্যন্তরীণ সূত্র জানায়, তিনি বর্তমানে পদোন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যদিও তার বিরুদ্ধে অতীতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। চুয়েট ছাত্রলীগের সাবেক নেতা ও আওয়ামী দোসর কায়কোবাদ এখন নতুন এক মিশন বাস্তবায়নে নেমেছেন। এই কাজে তাকে সহায়তা করছেন গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদার ও মিলেনিয়াম ট্রেডার্সের মালিক আলী আকবর, ঠিকাদার মোহনসহ আরও কয়েকজন সুযোগসন্ধানী ব্যক্তি। এ ঘটনায় অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কায়কোবাদের সঙ্গে যুক্ত একটি সিন্ডিকেটের মাধ্যমে টেন্ডার-বণ্টন থেকে শুরু করে প্রকল্পের অর্থের সব ফ্লো সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হয়। তার নেতৃত্বে ঠিকাদার ও কিছু স্বার্থান্বেষী কর্মকর্তা নানারকম কমিশন ও সুবিধা নিয়ে সরকারি প্রকল্প থেকে অবৈধভাবে অর্থ...