শাপলা প্রতীক চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, শাপলা না দিলে বাদ দিতে হবে ধানের শীষ ও সোনালি আঁশ।প্রায় আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের সামনে দুটো পথ খোলা আছে। হয় এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে। অন্যথায় প্রতীকের তালিকা থেকে ধানের শীষ ও সোনালি আঁশ বাদ দিতে হবে। তবে আশা করি আমরা শাপলা পাব। এটা না পাওয়ার ক্ষেত্রে আইনি বা রাজনৈতিক কোনো প্রতিবন্ধকতা নেই। সে বিষয়টা আমরা জানিয়ে এসেছি সিইসিকে। তিনি এ বিষয়ে নিশ্চুপ ছিলেন। কোনো উত্তর দিতে পারেননি।নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান।...