দীর্ঘ কর্মজীবনে যার নামের পাশে একসঙ্গে দাঁড়িয়ে আছে শিল্প আর বিতর্ক, তিনি বলিউডের নির্মাতা মহেশ ভাট। জীবনের এক ক্রান্তিলগ্নে তিনি বড় মেয়ে অভিনেত্রী পূজা ভাটকে পাশে পেয়েছিলেন। জীবনের সেই গল্পের কথা মহেশ ভাট বলেছেন এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে। পূজা ভাটও এসেছিলেন সেখানে। আনন্দবাজার লিখেছে, মহেশের প্রথম স্ত্রী ছিলেন লরেন ব্রাইট, যিনি পরে নাম পরিবর্তন করে কিরণ ভাট হন। কিরণ ভাটের সঙ্গে দাম্পত্য সম্পর্কে থাকাকালেই সোনি রাজদানের প্রেমে পড়েন মহেশ। কিরণের সঙ্গে ছাড়াছাড়ির আগেই সোনিকে বিয়ে করেন। কিরণ ও মহেশের দুই সন্তান, পূজা ভাট ও রাহুল ভাট।যখন সোনিকে বিয়ে করার সিদ্ধান্ত নেন মহেশ, সেটা ছিল তার পরিবারের জন্য বড় ধাক্কা। কন্যার সামনে তাই মহেশের স্বীকারোক্তি, “তোমার মনে আছে, বলেছিলাম, আমি আর তোমাদের সঙ্গে থাকব না। তবে এর মানে আমি তোমাদের...