চাঁদাবাজির মামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমাকে আট বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার রাঙামাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হক এ রায় দেন। তবে বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার। এদিন বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি অতিরিক্ত জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী প্রসাদেব চাকমা। মামলায় সুমন চাকমা নামে আরেক আসামিরও ৮ বছরের কারাদণ্ড হয়েছে। প্রসাদেব চাকমা জানান, ২০০৭ সালে রাঙামাটি লংগদু থানায় চাঁদাবাজির এক মামলায় এ রায় দেয় আদালত। রায় ঘোষণার সময় মাইকেল চাকমা ও সুমন চাকমা আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের অনুপস্থিতিতে এ রায় দেওয়া হয়। মাইকেল চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের কেন্দ্রীয় সংগঠক। ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবার ও দল...