বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যে নিরাপদ বিনিয়োগের সম্পদ হিসেবে স্বর্ণের দাম বেড়েই চলেছে। বিশ্ববাজারের প্রভাবে দেশেও হু হু করে বাড়ছে দাম, যার প্রভাবে বিক্রি কমেছে স্বর্ণের গয়নার। বুধবার ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের সর্বোচ্চ দাম ওঠেছে। আউন্সপ্রতি ৪ হাজার ডলার ছাড়িয়ে গেছে। দেশের বাজারে এক মাস আগে অর্থাৎ অগাস্টে এক ভরি স্বর্ণের যে দর ছিল তার থেকে প্রায় ৩৫ হাজার টাকা বেশি দরে বিক্রি হচ্ছে এখন। এক মাসের ব্যবধানে কিনে রাখা এক ভরি স্বর্ণের দর বেড়ে গেছে ২০ শতাংশের মতো। গেল ৩০ অগাস্ট ২২ কারেটের প্রতি গ্রাম স্বর্ণের দর ছিল ১৪ হাজার ৯৪৫ টাকা। সবশেষ বুধবার তা হয় ১৭ হাজার ৯২৭ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে বেড়েছে ২ হাজার ৯৮২ টাকা বা ১৯ দশমিক ৯৫ শতাংশ। এতে এক ভরিতে (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়েছে...