যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ ওয়ার্ল্ড ইউনিভার্সিটির নতুন র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নতি হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এবারের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাখা হয়েছে ৮০০ থেকে ১০০০ ব্যান্ডে। গতবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০০ থেকে ১২০০ ব্যান্ডে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, “ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান ধরে রেখেছে।” ২০২৬ সংস্করণের এই র্যাংকিংয়ে বিশ্বের ১১৫টি দেশের ২ হাজার ১৯১টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। এ বছর মোট ১৯টি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় এ তালিকায় স্থান পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি র্যাংকিংয়ের ৮০১–১০০০ ব্যান্ডে রয়েছে। জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা সূচকের ওপর ভিত্তি করে এই র্যাঙ্কিং করা...