১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম যে দুর্নীতি দমন কমিশন (দুদক) হাসিনার দোসর নজরুল ইসলাম মজুমদারের অ্যাকাউন্ট জব্দ করেছিলো সেই দুদকের ‘পরামর্শক্রমে’ই অবমুক্ত করা হচ্ছে দু’টি বিও অ্যাকাউন্টের ৮৬ কোটি ৮৫ লাখ টাকা। প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধের লক্ষ্যে এ অর্থ অবমুক্ত করা হয়েছে। এ জন্য নেয়া হয়েছে আদালতের অনুমোদনও। গতকাল ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এ তথ্য জানিয়েছেন শ্রমিক-কর্মকর্তাদের পক্ষের আইনজীবী ইকতান্দার হোসাইন হাওলাদার। তিনি জানান, নাসা গ্রুপের কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধের জন্য গ্রুপটির মালিক নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রীর নামীয় বিও একাউন্ট থেকে শেয়ার বিক্রির জন্য ফ্রিজ করে রাখা ২টি একাউন্ট অবমুক্ত করার আদেশ দিয়েছেন আদালত। অ্যাকাউন্ট দু’টিতে ৮৬ কোটি ৮৫ লাখ ২৪ হাজার ৫৯৫ টাকা...