রাজধানীর মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহার এবং কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায়ের দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন- বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুর তাজ আরা ঐশী।তারা বলেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক স্বার্থে নয়; এটি গৃহহীন, বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াই। সরকার যদি সংলাপের পথ বেছে নেয়, তবে সংকটের সমাধান শান্তিপূর্ণভাবেই সম্ভব।রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠকপ্রধান উপদেষ্টার সাক্ষাৎ কামনা করে আব্দুর রহিম বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি; কিন্তু কার্যকর কোনো সমাধান হচ্ছে না। এ জন্য...