১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, শতভাগ ফিট না থাকলে আসন্ন প্রীতি ম্যাচগুলোতে লিওনেল মেসিকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া হবে না। আলবিসেলেস্তেরা আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনিজুয়েলার মুখোমুখি হবে। এরপর ১৩ অক্টোবর তারা শিকাগোতে খেলবে পুয়ের্তো রিকোর বিপক্ষে। ৩৮ বছর বয়সী মেসি ইন্টার মায়ামির হয়ে গত ২১ দিনে সাতটি ম্যাচ খেলেছেন এবং গত সোমবার জাতীয় দলে যোগ দিয়েছেন। স্কালোনি জানান, শুধু মেসি নন, অন্য খেলোয়াড়দের চোটের বেলায়ও একই রকম অবস্থান তার। আর্জেন্টিনার কোচ গতকাল বলেন, ‘আমরা তার (মেসি) ও অন্য খেলোয়াড়দের সঙ্গে কথা বলবো। কারও সামান্য চোট থাকলেও তাকে ঝুঁকিতে ফেলা হবে না। এগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও, প্রীতি ম্যাচ। যত ছোট...