১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম সংশোধিত সন্ত্রাসবিরোধী আইনের মাধ্যমে বাংলাদেশে নতুন করে দমন-পীড়ন বৃদ্ধি পাচ্ছে বলে সমালোচনা করেছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচডব্লিউআর)। গত বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি বলছে, বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের গ্রেফতারে সম্প্রতি সংশোধিত সন্ত্রাসবিরোধী আইনের ব্যবহার বাড়াচ্ছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে কর্তব্যরত জাতিসংঘের মানবাধিকার দলের উচিত নির্বিচারে আটক ব্যক্তিদের মুক্তির দাবি জানানো এবং মানবাধিকার সমুন্নত করতে ও বেআইনিভাবে রাজনৈতিক সহিংসতাকারীদের বিচারের আওতায় আনতে উৎসাহিত করা। প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারকে নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির দিকে মনোযোগ দেওয়া উচিত বলে পরামর্শ দেওয়া হয়েছে। এইচডব্লিউআর বলছে, ২০২৫ সালের ১২ মে এক নির্দেশে সংশোধিত সন্ত্রাবিরোধী আইনের ক্ষমতা ব্যবহার করে আওয়ামী লীগের ওপর ‘সাময়িক’ নিষেধাজ্ঞা আরোপ...