এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে হলে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। হারলেই কার্যত শেষ হয়ে যাবে বাংলাদেশের এশিয়ান কাপে খেলার স্বপ্ন। এমন ম্যাচে জয়ের স্বপ্নও এঁকেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু সেই স্বপ্ন পূর্ণতা পায়নি। লড়াই জমিয়ে তুলেও হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। এতে এশিয়ান কাপ বাছাইয়ের তিন রাউন্ড শেষে দুই হার আর এক ড্রয়ে এক পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চার নম্বরে আছে বাংলাদেশ। এদিন ম্যাচের শুরুতেই লিড পেয়েছিল বাংলাদেশ। হামজার দুর্দান্ত গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর পুরো গ্যালারি জেগে উঠেছিল। সেই ম্যাচও বাংলাদেশ হেরে বসেছে। কিন্তু কোথায় হারল বাংলাদেশ? সেই প্রশ্ন উঁকি দিচ্ছে অনেক সমর্থকের মনে। প্রথমার্ধে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। সবাই যখন এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার চিন্তা করছিল,...