সন্তানদের সময়মতো বিয়ের দাবিতে বর সেজে রংপুরে এক অভিনব প্রতিবাদ করেছেন রেজা নামের এক যুবক। মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত এই যুবকের বাড়ি রংপুর সিটি কর্পোরেশনের আমাশু কুকরুল এলাকায়। তিনি নিজেও এখনও বিয়ে করেননি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এই অভিনব প্রতিবাদ করেন তিনি। সরেজমিনে দেখা যায়, নগরীর প্রেসক্লাবের সামনে রেজা মাথায় পাগড়ি ও শরীরে শেরোয়ানি, চোখে সানগ্লাস এবং গলায় ফুলের মালা পরে দাঁড়িয়ে আছেন। তাঁর হাতে থাকা রঙিন কালিতে প্রিন্ট করা প্ল্যাকার্ডে লেখা, ‘সন্তানদের বিয়ে সময়মতো দিলে সমাজ থেকে খারাপ কাজ অনেক কমে যাবে”। তাঁকে ঘিরে অনেকেই ছবি তুলছেন, কথা বলার চেষ্টা করছেন এবং অনেকে তাঁর সঙ্গে ছবিও তুলছেন। এক নজর ভালো করে দেখার জন্য পথচারীরা গাড়ি থামাচ্ছেন। তিনি প্রায় এক ঘণ্টা ধরে সেখানে দাঁড়িয়ে ছিলেন। গীতিকার ও...