সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচন শিক্ষার্থীরা আন্তরিকভাবে গ্রহণ করছেন বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনারের ভাষ্য, শিক্ষার্থীরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে। এ কারণে কমিশন দায়িত্ব নেওয়ার প্রায় দেড় মাসে তাদের কোনো ‘কঠিন’ পরিস্থিতি মোকাবিলা করতে হয়নি। ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত চাকসু নির্বাচন হয়েছে ছয়বার। আগামী ১৫ অক্টোবরের নির্বাচন নিয়ে হবে সপ্তম বার। এবারের চাকসু নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিন। চাকসুর আগের ছয়টি নির্বাচনের তিনটিই দেখেছেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শিক্ষক হওয়া মনির উদ্দিন নিজেই ১৯৮৪ সালে চাকসুর পঞ্চমবারের নির্বাচনে প্রার্থী ছিলেন। এর আগে ১৯৯০ সালের নির্বাচনে সহকারী প্রিজাইডিং...