মানব ইতিহাসে ঘটল এক যুগান্তকারী ঘটনা —বিশ্বের প্রথম শিশুর জন্ম হলো এমন এক ভ্রূণ থেকে, যা সম্পূর্ণভাবে রোবটের মাধ্যমে তৈরি! উন্নতমানেরIVF (In Vitro Fertilization)প্রযুক্তির সাহায্যে, এবার রোবট নিজেরাই সম্পন্ন করেছে সেই জটিল প্রক্রিয়া—যেখানে সাধারণত অভিজ্ঞ এমব্রায়োলজিস্টদের নিখুঁত হাতে করা হয় শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করানো ও ভ্রূণের বৃদ্ধি পর্যবেক্ষণ। এই স্বয়ংক্রিয় পদ্ধতিতে রোবটগুলো নির্ভুলভাবে ডিম্বাণুতে শুক্রাণু প্রবেশ করায় এবং পরবর্তী কয়েকদিন ভ্রূণের বিকাশ মনিটর করে। এরপর সেই ভ্রূণটি সফলভাবে একজন মায়ের গর্ভে প্রতিস্থাপন করা হয়, যিনিসম্পূর্ণ সুস্থ একটি শিশুর জন্ম দিয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, এই উদ্ভাবন ভবিষ্যতেরবন্ধ্যত্ব চিকিৎসা (Fertility Treatment)ক্ষেত্রকে বদলে দিতে পারে। কারণ, রোবটের নির্ভুলতা ও দক্ষতার কারণে IVF এখন আরও সহজলভ্য, সাশ্রয়ী এবং বিশ্বজুড়ে একই মানের সেবা দেওয়ার সুযোগ...