সরকারি কলেজের ৬৮৩ শিক্ষক পদে নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় বসছেন ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী। ঢাকার ১৮৪টি কেন্দ্রে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা হবে। প্রতিটি পদের বিপরীতে এই পরীক্ষায় লড়ছেন ৪৬০ জন। এ পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ২৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হতে পারে বলে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি কলেজে শিক্ষক পদে নিয়োগের এ বিসিএসে ৩ লাখ ১২ হাজার ৭৫২ জন প্রার্থী আবেদন করেন। সে হিসাবে প্রতিটি পদের বিপরীতে লড়ছেন প্রায় ৪৬০ জন।” পরীক্ষা পরিচালনার নির্দেশনা অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় কেন্দ্রগুলোর প্রবেশ গেইট বন্ধ হয়ে যাবে। কেন্দ্রে বই-পুস্তক, সকল...