এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো শুরু করেছিল বাংলাদেশ। প্রথমার্ধে হামজা চৌধুরীর গোলে লিড নেয়ার পরও ম্যাচ হেরেছে ৪-৩ গোলের ব্যবধানে। বাংলাদেশের এমন হারকে দুর্ভাগ্যজনক বলেছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্যাবরেরা বলেন, ‘এমন ম্যাচের বর্ণনা করা কঠিন। আমাদের খেলা প্রথমার্ধ অসাধারণ ছিল। তবে দ্বিতীয়ার্ধে হংকং চায়না আমাদের চেয়ে ভালো খেলেছে। ম্যাচের শেষ দিকে, শেষ মিনিটে অপ্রয়োজনীয় গোল হজম করেছি আমরা। আমাদের কিছু ভুলে ম্যাচ হাতছাড়া হয়ে যায়। তবে ম্যাচ ড্র হতে পারত।’ ‘যে মনোভাব, পারফরম্যান্স, এনার্জি দল দেখিয়েছে, যেভাবে খেলেছে তা নিয়ে আমি গর্বিত। ৩-৩ গোলে ড্র হওয়ার পর শেষ মিনিটে গোল হজম করে ম্যাচ হারা সত্যিই দুর্ভাগ্যজনক। জায়ান আহমেদ, সামিত সোম, ফাহমিদুল ইসলাম, জামাল ভূঁইয়া অসাধারণ খেলেছে।’ এ ম্যাচে বাংলাদেশের জার্সিতে...