রাজধানীর মালিবাগের একটি শপিংমলের শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি সোনা চুরির ঘটনা ঘটেছে। রাতের নীরবতা ভেঙে মুখ ঢাকা তিনজন চুপিসারে ঢুকেছিল শপিংমলের ভেতর।কালো বোরকার আড়ালে লুকানো ছিল তালা ভাঙার সরঞ্জাম। গুটি গুটি পায়ে তারা করিডোর ধরে এগিয়ে এসে ভাঙে শম্পা জুয়েলার্সের ফটক। মুহূর্তেই অদৃশ্য হয়ে যায় ৫০০ ভরি সোনা ও নগদ অর্থ। বুধবার (৮ অক্টোবর) রাতে এই চাঞ্চল্যকর এ চুরির ঘটনা ঘটে। জুয়েলার্সের মালিক পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে। সিসি ক্যামেরায় দেখা যায়, রাত ৩টা ৭ মিনিটে দুইজন বোরকা পরে করিডোরে প্রবেশ করে। হাতে ছিল তালা ভাঙার বিভিন্ন সরঞ্জাম, পায়ে জুতা ছিল না। তারা প্রথমে দোকানের সামনে থেমে এদিক-ওদিক তাকায়, তারপর আলো-অন্ধকারে কম জায়গায় গিয়ে কলাপসিবল গেটের তালা ভাঙার কাজ শুরু করে। এর মধ্যে একজন সিসি ক্যামেরা...