রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় এক যুবককে প্রাইভেটকারে তুলে নিয়ে যাওয়ার পর মিরপুর মডেল থানায় সোপর্দ করেছে নিজেদের ছাত্রদল পরিচয়দানকারী কয়েকজন। বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—রাতের অন্ধকারে লালমাটিয়া কলেজের পাশের রাস্তা থেকে এক যুবককে মারধর করতে করতে একটি সাদা প্রাইভেটকারে তুলে নেওয়া হচ্ছে। পরে জানা যায়, ওই যুবকের নাম ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম তাহসান, পেশায় প্রযুক্তি পণ্যের ব্যবসায়ী। তিনি রাজধানীর এলিফ্যান্ট রোডের শেলটেক কম্পিউটার সিটিতে ব্যবসা করেন এবং ঠিকাদারি কাজের সঙ্গেও যুক্ত। পাশাপাশি মৎস্যজীবী লীগ আদাবর থানার যুগ্ম আহ্বায়ক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী, রাত ১১টা ৩২ মিনিটে একজন সাদা শার্ট ও হেলমেট পরা এবং আরেকজন কালো শার্ট ও মুখে মাস্ক পরা ব্যক্তি মিলে তরিকুলকে মোটরসাইকেল থেকে...