বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আধা ঘণ্টা চিকিৎসা সেবা ব্যাহত হয়। এ সময় হাসপাতালে আনা এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং করার কারণে রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সম্প্রতি নিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহতা জারাব সালেহিন হাসপাতালের ভেতরে সর্বোচ্চ তিনটি বেসরকারি অ্যাম্বুলেন্স রাখার নির্দেশ দেন। বাকিগুলো বাইরে পার্কিংয়ের নির্দেশনা দেওয়া হয়।আরও পড়ুনআরও পড়ুনদোকানের শাটারে হেলান দিয়ে প্রাণ গেল শ্রমিকের জানা গেছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর একটার দিকে স্থানীয় অ্যাম্বুলেন্স মালিক জাবেদ সেলিম অপর...