নাটক পাড়ায় হিমু আকরামে বেশ সমৃদ্ধ ক্যারিয়ারগ্রাফ রয়েছে। গ্রামীণ পটভূমিতে গল্প নির্ভর মজার নাটক নির্মাণে তার জুড়ি মেলা ভার। কিন্তু টিভি পর্দায় যত সফল নির্মাতাই হোন না কেন, মূলত সেটির প্রতিচ্ছবি সকল নির্মাতাই দেখাতে চান তার সিনেমায়। তার আগ পর্যন্ত নাটকটা হয়ে থাকে সিনেমা বানানোর রিহার্সাল মাত্র। এমনও অসংখ্য নজির আছে, সিনেমা বানানোর পর নাটকে আর ফেরা হয় না অনেকের। সেটি ফ্লপ হোক আর হিট হোক! তেমনই সফল ও দীর্ঘ রিহার্সাল শেষে গত বছর জুলাই বিপ্লবের আগে বেশ ঘটা করে এই নির্মাতা ঘোষণা দেন নিজের প্রথম সিনেমা নির্মাণের। যার জন্য তিনি চরিত্র ও চমকের প্রয়োজনে অনেক খোঁজাখুঁজি শেষে বেছে নেন টলিউডের স্বস্তিকা মুখার্জিকে। করেন চুক্তিসই। ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের এই সিনেমার শুটিং সময়-লোকেশন সবই চূড়ান্ত করেন।কিন্তু এরমধ্যে জুলাই বিপ্লবে ঘটে...