১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম টি টোয়েন্টিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার তাদের কাছে হার দিয়েই ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ। ঘুরে দাড়িয়ে ওয়ানডে সিরিজ জয়ের পথে নিজেদের একধাপ এগিয়ে রাখলো আফগানরা। বুধবার আবুধাবীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে হাশমাতউল্লাহ শাহিদির দল। আফগান বোলারদের চমৎকার বোলিংয়ে বাংলাদেশকে ২২১ রানে আটকে রেখে দারুন জয় তুলে নেয় আফগানরা। আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে যায় টাইগাররা। ম্যাচের শুরুতে বাংলাদেশকে জোড়া ধাক্কা দেন আজমাতউল্লাহ ওমারজাই। বরাবরের মতোই সুইং ও মুভমেন্ট আদায় করে নেন তিনি। চার রানে সহজ ক্যাচ দিয়ে জীবন পেয়ে এক বল পরই ১০ রান করে আউট হন তানজিদ হাসান। এরপর মিড অফে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাজমুল...