ঢাকার আগারগাঁও এলাকা থেকে আলোচিত ‘কেকপট্টির’ দোকানগুলো উচ্ছেদ করেছেন যৌথবাহিনীর সদস্যরা। পুলিশ বলছে, সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা দোকানগুলো নির্বাচন কমিশনের অনুরোধে সরিয়ে দেওয়া হয়েছে। ঢাকার আগারগাঁওয়ের প্রশাসনিক এলাকায় প্রশস্ত সড়ক আর আলোর ব্যবস্থা থাকায় গত কয়েক বছর সেখানে প্রতি সন্ধ্যায় বেড়াতে যান আশপাশের মানুষ। একই সঙ্গে সেখানে বাড়তে থাকে চটপটি, ফুচকা, কেক, পিজ্জাসহ বিভিন্ন খাবারের ভাসমান দোকান। গত কয়েক দিন ধরে এ এলাকার কেকের দোকানগুলো নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক এলাকাটির নাম কেউ কেউ দিয়েছিলেন ‘কেকপট্টি’। প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত কেকের দোকানগুলোতে ভিড় থাকত ক্রেতা আর ‘কনটেন্ট নির্মাতাদের’। নির্বাচন কমিশন, সরকারী কর্ম কমিশনসহ সরকারি কয়েকটি দপ্তরের সামনের সড়ক বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এমন অবস্থায় বৃহস্পতিবার রাতে সেখানে সেনাবাহিনীর সঙ্গে পুলিশ অভিযান...