১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম যমুনা নদীর প্রবল স্রোতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে বগুড়ার নদী তীরবর্তী এলাকায়। নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। এ অবস্থায় নদী তীরবর্তী এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়েছে। ব্যাপক ভাঙন লোকালয়ের দিকে ধেয়ে আসছে। নিম্নাঞ্চলে পানি ঢুকে তলিয়ে যাচ্ছে ফসল। আতঙ্কে আছেন যমুনাপাড়ের বাসিন্দারা। এদিকে ভাঙন রোধে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপের নমুনা দেখা যায়নি। তবে বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত নদীভাঙন অব্যাহত ছিল। বগুড়ার ধুনট উপজেলার শহড়াবাড়ি এলাকায় উজান থেকে নেমে আসা ঢলে ভাঙন দেখা দিয়েছে। এর আগে গত বুধবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক ঘণ্টায় অন্তত ১০টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়। যমুনার...