নিজস্ব প্রতিবেদকঃরাজস্ব বোর্ড (এনবিআর) এমপি কোটায় আমদানি করা ৩০টি বিলাসবহুল পাজেরো গাড়ি নিলামে বিক্রির পরিবর্তে সরকারি ব্যবহারের জন্য হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন ধরে এই গাড়িগুলো নিলাম প্রক্রিয়ায় আটকে থাকলেও, শেষ পর্যন্ত এনবিআর সেগুলো সরকারি পরিবহন অধিদফতরের (জিটিএ) ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। জানা গেছে, প্রতিটি গাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা হলেও, নিলামে বিক্রি করলে সেগুলোর সর্বোচ্চ দর আসত মাত্র ১ লাখ থেকে ৩ কোটি টাকার মধ্যে। ফলে রাষ্ট্রের বিপুল ক্ষতি এড়াতে এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এমপি কোটায় এসব গাড়ি আনার অনুমতি থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে তা ব্যবহারে না যাওয়ায় বা হস্তান্তরের নিয়ম ভঙ্গের কারণে গাড়িগুলো এনবিআরের জিম্মায় ছিল। অনেক ক্ষেত্রেই নিলামের নামে প্রভাবশালী মহলের সিন্ডিকেট কম মূল্যে এসব গাড়ি হাতিয়ে নেয়ার চেষ্টা...