১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া এলাকায় ঢাকী নদীর পানির তোড়ে ভেঙে যাওয়া বেড়িবাঁধ এখনও আটকানো সম্ভব হয়নি। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে প্রায় ২০০ ফুট দৈর্ঘ্যরে এই বাঁধ ভেঙে গেলে তিলডাঙ্গা ইউনিয়নের নয়টি গ্রাম প্লাবিত হয়।পানিতে তলিয়ে যাওয়া গ্রামগুলোর মধ্যে রয়েছে উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী, আড়াখালী, দক্ষিণ কামিনীবাসিয়া, ভাদলা বুনিয়া, মশামারী, গড়খালী ও কাকড়া বুনিয়া। এসব গ্রামের মানুষ গত দুদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন। কেউ আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায় কিংবা খোলা আকাশের নিচে, কেউবা পানিবন্দি হয়ে আছেন নিজ ঘরেই। প্লাবনে প্রায় তিন হাজার বিঘা জমির আমন ধান, শত শত মাছের ঘের, পুকুর ও সবজির খেত পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয় কৃষক ও মৎস্যচাষীদের মতে, ক্ষতির পরিমাণ...