১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের নির্বাচনের বাকি আর মাত্র চার দিন। ১৫ অক্টোবর বুধবার ভোটগ্রহণ। প্রচার-প্রচারণা শেষ হবে ১৩ অক্টোবর সোমবার। সেই হিসাবে প্রচারে সময় মাত্র আর দুই দিন। আর তাই শেষ সময়ে এসে প্রতিটি ভোটারের কাছাকাছি যেতে প্রার্থীদের প্রাণান্তকর চেষ্টা চলছেই। এবারের নির্বাচনে ভোটার ২৭ হাজার ৬৩৪ জন। পুরোদমে জমজমাট নির্বাচনী প্রচার। ভোট উৎসবে ভাসছে পাহাড় ঘেরা ক্যাম্পাস। প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। আর সেই প্রচারে যোগ হয়েছে সৃজনশীল নানা কৌশল। অসংখ্য প্রার্থীর ভিড়ে নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে প্রচারপত্রে আনছেন বৈচিত্র্য। এই নিয়ে ক্যাম্পাসে হাস্যরসেরও সৃষ্টি হয়েছে। দল বেঁধে প্রচারে কেউ গাইছেন গান-জারি, সারি, গম্ভীরা। কারো মুখে কবিতা। ক্লাসরুম থেকে শুরু করে ক্যাম্পাস কিংবা...