১০ অক্টোবর ২০২৫, ১২:৩৫ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:৩৫ এএম বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে বৈঠক করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা, স্বল্পোন্নত দেশের (এলডিসি) গ্রাজুয়েশন, এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে ২০২৬ সালের নভেম্বরে উন্নয়নশীল দেশে উন্নীত হতে চলেছে বাংলাদেশ। এটি আমাদের অর্থনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে এবং এ পরিবর্তন বিপুল পরিমাণ সুযোগ তৈরির পাশাপাশি কিছু চ্যালেঞ্জও তৈরি করবে। সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ যুক্তরাজ্যের সহযোগিতা প্রত্যাশা করে। তিনি আরও বলেন, দ্রুততম সময়ে...