১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম পানি লাগবে পানি! এই নেন ভাই এইদিকেÑ জুলাই আন্দোলনের সময় উত্তপ্ত গরমে আন্দোলনকারীদের পানির তৃষ্ণা মেটাতে এভাবেই ডাকছিলেন জুলাইয়ের অন্যতম শহীদ মীর মুগ্ধ। গতকাল ৯ অক্টোবর ছিল মীর মুগ্ধ’র জন্মদিন। এক বছর বেদনা বিধুর সময় কাটিয়ে এ দিনটিকে স্মরণ করে আবেগে ভাসলেন তার সহোদর ভাই মীর স্নিগ্ধ। একই দিনে ছিল দু’জনেরই জন্মদিন। সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে মীর স্নিগ্ধ লিখেছেন, ৯ অক্টোবর এই দিনটিতেই আমি আর মুগ্ধ একসাথে পৃথিবীতে এসেছিলাম। এই দিনটিতে আমি জন্ম ও মৃত্যুকে একসাথে দেখতে পাই। আজকের দিনে যে দৃশ্যটি সবচেয়ে বেশি চোখের সামনে ভাসে, সেটি হলো মুগ্ধকে কবরের মাটিতে শুইয়ে দিয়ে প্রথম মাটি ফেলার মুহূর্তটি। এখনো মনে হয়, এই তো সেদিনই তাকে কবর দিয়ে...