১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম রাশিয়ায় গিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে নিহত হয়েছেন রাজবাড়ীর এক প্রাক্তন সেনা সদস্য নজরুল ইসলাম (৪৭)। দীর্ঘ সাত মাস নিখোঁজ থাকার পর অবশেষে তার মৃত্যুর খবর জানানো হয়েছে পরিবারকে।নিহত নজরুল ইসলামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চর রামকান্তপুর গ্রামে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল ছিলেন। পরিবার জানায়, সেনাবাহিনী থেকে ২০২০ সালে অবসরে যাওয়ার পর নজরুল ইসলাম বাঁধাই মালের ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু ব্যবসায় লোকসান গুনে আর্থিক সংকটে পড়েন। এ সময় স্থানীয় এক দালাল ফরিদ হোসেনের মাধ্যমে রাশিয়ায় নিরাপত্তাকর্মীর চাকরির প্রলোভনে তিনি গত ২৮ ফেব্রুয়ারি রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন। রাশিয়ায় পৌঁছানোর পর চাকরির বদলে তাকে সামরিক প্রশিক্ষণ শেষে ইউক্রেনের যুদ্ধে পাঠানো হয়। এপ্রিলের শেষদিকে পরিবারের সঙ্গে...