১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম নগরীর আউটার রিং রোডে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতিতে চালানো মোটর সাইকেল সামনের একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বুধবার গভীর রাতে হালিশহর থানার ফৌজদারহাট টোল রোডের চিটাগাং ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাহারিয়ার আজিজ অনিক (২৭) ও মো. সোহান (২৭)। উভয়ে চট্টগ্রামর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন বলে পুলিশ জানিয়েছে।জানা গেছে, অনিকের বাড়ি নোয়াখালী জেলায়। তিনি থাকতেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে। আর সোহান আগ্রাবাদ এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ জানায়, নিহত দুজন বন্ধু এবং একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা রাত ১১টার পর পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে আউটার রিং রোড ধরে ফিরছিলেন। বৃষ্টির কারণে...