১০ অক্টোবর ২০২৫, ১২:৩৬ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:৩৬ এএম ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকের সাময়িক হিসাব অনুযায়ী, চলতি মূল্যে জিডিপির আকার দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০১ বিলিয়ন টাকা, ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে যা ছিল ১৩ হাজার ১৭৭ বিলিয়ন টাকা। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩৫ শতাংশ হারে। এর আগের ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে যা ছিল ২ দশমিক ১৪ শতাংশ। গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে। বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে প্রথম তিন প্রান্তিকে প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে যথাক্রমে ১ দশমিক ৯৬, ৪ দশমিক ৪৮ ও ৪ দশমিক ৮৬ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে যা ছিল যথাক্রমে ৫ দশমিক ৮৭, ৪ দশমিক ৪৭ ও ৪...