বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে বিএনপি সবার জন্য কল্যাণকর তথা সর্বজনীন দল। বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, বরং ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতিকে অগ্রাধিকার দিয়ে সমাজে শান্তি, নৈতিকতা বিস্তার ঘটাতে চায়।বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে দুর্গাপূজার পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুর্গাপূজা ও লক্ষীপূজা পরবর্তী এ পুনর্মিলনীর আয়োজন করেন।পুনর্মিলনী অনুষ্ঠানে ধোবাউড়ার হিন্দু ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও উপজেলা, ইউনিয়ন, পূজামণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।শুভেচ্ছা বিনিময়, আড্ডা, গান, আবৃত্তি, শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জমজমাট ব্যতিক্রমধর্মী এ আয়োজন যেন হিন্দু সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়।ধোবাউড়ার ইতিহাসে প্রথম এ ধরনের আয়োজন করায় অভ্যাগত অতিথিরা এমরান সালেহ...