পুরান ঢাকার গল্পে তারকাবহুল ধারাবাহিক নাটক ‘মহল্লা’ নির্মাণ করছেন জনপ্রিয় নাট্যনির্মাতা ফরিদুল হাসান। বিদ্যুৎ রায়ের রচনায় এই দীর্ঘ ধারাবাহিকটি পহেলা নভেম্বর থেকে বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভিতে প্রচার শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন। নতুন ধারাবাহিক প্রসঙ্গে ফরিদুল হাসান বলেন, এটি মহল্লার ভালো ও মন্দের গল্প। ব্যস্ত এই শহরে আমাদের দৈনন্দিন জীবনে মহল্লায় সমসাময়িক যেসব ঘটনা ঘটে তা হাস্যরসের মাধ্যমে পর্দায় তুলে ধরা হচ্ছে। এতে অনেক জনপ্রিয় শিল্পী অভিনয় করছেন। অস্থির সময়ে স্বস্তি দেবে মহল্লা। পরিবার নিয়ে দেখার মতো একটি...