ভিডিওটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন স্থানীয় সাংবাদিক হ্যারিসন ফকলনার। তিনি এক্স (পূর্বে টুইটার)-এ ভিডিওটি পোস্ট করে লেখেন, “অন্টারিওর মার্কহামে ‘ট্রিক অর ট্রিট’ নয়, এবার দেখা গেল ‘ট্রিক অর স্টিল’!” ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই এটি লাখ লাখ মানুষ দেখে ফেলেন এবং হাজারো মন্তব্য করেন। কেউ কেউ বিষয়টিকে মজার ছলে নিয়েছেন, আবার অনেকে সমালোচনা করেছেন নারীর এই আচরণকে। ভিডিওতে ওই নারীর পোশাক দেখে অনেকে ধারণা করছেন তিনি ভারতীয় বংশোদ্ভূত। তবে এ...