১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপি’র জন্য সম্ভাবনাময় একটি এলাকা হলেও, বারবার মনোনয়ন বাছাইয়ের ব্যর্থতায় বিজয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়েছে। এলাকাটিতে ধানের শীষের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও ব্যাপক সমর্থন থাকলেও প্রার্থী নির্বাচনে ভুল কৌশল এবং বিতর্কিত সিদ্ধান্তের কারণে পরাজয়ই হয়েছে বাস্তবতা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা বেড়েছে। অনেকেই প্রবাসে প্রতিষ্ঠিত, কেউ কেউ সফল ব্যবসায়ী। তবে রাজনীতির মাঠে তাদের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। গত ১৭ বছর তারা রাজপথে দেখা দেননি, ছিলেন না কোনো আন্দোলন-সংগ্রামে। এমনকি দলের সভা-সমাবেশেও দেখা যায়নি তাদের। এখন তারা অর্থবলকে হাতিয়ার করে মনোনয়ন যুদ্ধে নেমেছেন। অর্থের প্রাচুর্যকে পুঁজি করে মনোনয়ন নিশ্চিতের বার্তাও ছড়িয়ে পড়েছে তৃণমূলে। এতে...