১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম চীনের হুনান প্রদেশে ড্রোন দিয়ে আতশবাজি প্রদর্শনের সময় একটি দুর্ঘটনা অনুষ্ঠানকে বিশৃঙ্খলায় পরিণত করে। হুনানের স্কাই থিয়েটারে এ ঘটনাটি ঘটে, যেখানে শত শত মানুষ আতশবাজি প্রদর্শন দেখতে জড়ো হয়েছিল। অনুষ্ঠান চলাকালে ড্রোন আতশবাজির একটি অংশ হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যার ফলে আগুন দর্শকদের দিকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, লোকেরা তাদের জীবন বাঁচাতে দৌড়াচ্ছে। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ভয়ের কারণে পড়ে যাওয়ার পরে বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন। কর্তৃপক্ষ বলছে, ঘটনাটি সম্ভবত শুষ্ক আবহাওয়ার কারণে ঘটেছে এবং আরো তদন্ত চলছে। সূত্র : জে এন। বাণিজ্য উপদেষ্টার সাথে যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক দূতের বৈঠক জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু...