১০ অক্টোবর ২০২৫, ১২:২৩ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:২৩ এএম আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি গতকাল ভারত সফর শুরু করেছেন। তার এ সফরকে ঐতিহাসিক বলা হচ্ছে কারণ ২০২১ সালে ক্ষমতায় ফেরার পরে এটাই উচ্চপর্যায়ের কোনো তালেবান নেতার প্রথম ভারত সফর। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তার ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করায় এই সফর সম্ভব হয়েছে। মুত্তাকির এ সফরকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে পাকিস্তান, কারণ এই সফর এমন এক সময় ঘটছে, যখন ভারত তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা করছে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, আমরা পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকিকে উষ্ণ অভ্যর্থনা জানাই এবং তার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা আশা করছি। এর আগে চলতি বছরের জানুয়ারিতে মুত্তাকি দুবাইয়ে ভারতের শীর্ষ কূটনীতিক...