১০ অক্টোবর ২০২৫, ১২:২৮ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:২৮ এএম রাজধানীর যাত্রাবাড়ির পর এবার মালিবাগে একটি শপিংমলে জুয়েলার্সের দোকান থেকে ৫শ’ ভরি সোনা চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোরচক্রের দু’জন সদস্য বোরকা পরে জুয়েলারি দোকানটির তালা কেটে এই সোনা চুরি করছে। দোকান মালিকের দাবিÑ চুরি যাওয়া বিপুল এ সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। গত বুধবার রাত ৩টার দিকে মালিবাগের মৌচাক মোড়ে ফরচুন শপিংমলে দুধর্ষ এ চুরির ঘটনা ঘটে।পুলিশ দোকানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা পর্যালোচনা করে দেখেছে, এতে দেখা গেছে, চোরচক্রের দু’জন সদস্য কালো বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। মুখ ঢাকা ছিলো দু’জনেরই। তাদের সঙ্গে ছিলো নানা সরঞ্জাম, যা দিয়ে তালা ভাঙা যায়। দু’জনের কারো পায়ে জুতা ছিলো না।...