‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক মহলে এবার উঠেছে গণভোটের প্রস্তাব। প্রস্তাবটি ঘিরে মূল বিতর্ক এখন গণভোট কবে হবে তা নিয়ে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই প্রসঙ্গে একটি মন্তব্য পোস্ট করেন, যা ইতিমধ্যে রাজনৈতিক বিশ্লেষক মহলে আলোচনার জন্ম দিয়েছে।মাসুদ কামাল তার স্ট্যাটাসে লিখেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটের প্রস্তাব উঠেছে। সবাই রাজি গণভোটে। বিরোধ এখন—গণভোট কবে হবে সেটা নিয়ে।’তিনি জানান, বিএনপিসহ কয়েকটি দল চায় জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হোক। অন্যদিকে জামায়াত, এনসিপি ও কয়েকটি ছোট দল চাইছে নভেম্বর বা ডিসেম্বর মাসে গণভোট আয়োজন করা হোক।তবে মাসুদ কামাল মনে করেন, আলোচনাগুলোয় একটি বিষয় স্পষ্ট। সব পক্ষই ধরে নিয়েছে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হবে, অর্থাৎ জনগণ জুলাই সনদের পক্ষে রায় দেবে। কিন্তু তিনি প্রশ্ন তোলেন,...