১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘সেইফ এক্সিট’ নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনার-বিতর্ক। সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। পক্ষে-বিপক্ষে যুক্তি দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক থেকে আপামর জনগণ সবাই। এখন প্রশ্ন উঠছে দেশে ক্রান্তিলগ্নে নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়ে যারা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন তাদের এখন কেনো ‘সেইফ এক্সিট’ খুঁজতে হবে? ইংরেজি সেইফ-এক্সিটের বাংলা অর্থ হচ্ছে ‘নিরাপদ প্রস্থান’। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরাপদে বেরিয়ে যাওয়াই ‘সেইফ এক্সিট’। নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু করেছে। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বীরের বেশে চলে যাবেন। সেটাই রেওয়াজ। কিন্তু হঠাৎ করে উপদেষ্টাদের...