১০ অক্টোবর ২০২৫, ১২:৩৪ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:৩৪ এএম জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান থাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আসামি শেখ ফজলে নূর তাপসের ৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ১৭ লাখ ৯০ হাজার ৮৯১ টাকা রয়েছে।দুদকের আবেদনের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।দুদকের পক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান ব্যাংকের হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।আবেদনে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আসামি শেখ ফজলে নূর তাপস সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। এ সম্পদের পরিমাণ ৭৩ কোটি ১৯ লাখ...