ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনকে সফল করার লক্ষ্যে সম্মিলিত খতমে নবুওয়ত বৃহত্তর মিরপুর জোনের উদ্যোগে এক ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় আরজাবাদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত আন্দোলন পরিষদের আহ্বায়ক ও আরজাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। সম্মেলনটি সঞ্চালনা করেন মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।সম্মেলনের প্রধান অতিথি ছিলেন- সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সদস্য সচিব ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।গোলটেবিল বৈঠকে বক্তারা /বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিনঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আরজাবাদ মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুল কুদ্দুছ তালুকদার, ন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের আমির...