১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম অস্ট্রিয়ার গ্রাজ শহরে জন্মের সময় হাসপাতালের ভুলে অদল-বদল হয়ে যাওয়া দুই নবজাতক মেয়ে শেষ পর্যন্ত ৩৫ বছর পর একে অপরের সঙ্গে দেখা করলেন। ঘটনাটি ঘটে ১৯৯০ সালের অক্টোবর মাসে, যখন ডরিস গ্রুনভাল্ড ও জেসিকা বাউমগার্টনার নামের দুই শিশুর জন্ম হয়। হাসপাতালের কর্মীরা ভুল করে তাদের একে অপরের পরিবারে দিয়ে দেন, ফলে তারা নিজ নিজ জৈবিক পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।২০১২ সালে ডরিস রক্তদান করতে গিয়ে জানতে পারেন, তার রক্তের গ্রুপ মায়ের সঙ্গে মিলছে না। তদন্তে জানা যায়, তিনি তার জৈবিক বাবা-মায়ের সন্তান নন। একইভাবে, জেসিকাও গর্ভাবস্থায় রক্ত পরীক্ষা করতে গিয়ে এই সত্য জানতে পারেন। পরে জেসিকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডরিসের সঙ্গে যোগাযোগ করেন, এবং কিছুদিন পর তাদের দেখা...