উন্নত প্রযুক্তি তৈরির জন্য গুরুত্বপূর্ণ বিরল খনিজ ও অন্যান্য উপকরণের রপ্তানি নীতিমালা আরও কঠোর করছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা এবং এ মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠকের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে বড় কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিবিসি লিখেছে, বিশ্বে ব্যবহৃত বিরল খনিজের প্রায় ৯০ শতাংশই প্রক্রিয়াজাত করে চীন। সোলার প্যানেল থেকে শুরু করে স্মার্টফোন তৈরিতে এই খনিজগুলো আধুনিক প্রযুক্তি শিল্পের অপরিহার্য উপাদান। ফলে ট্রাম্প-শি বৈঠকের আগে এগুলো চীনের দর কষাকষির গুরুত্বপূর্ণ হাতিয়ার। চীন এর আগেও প্রক্রিয়াকরণ প্রযুক্তি ও বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে অনুমোদনবিহীন সহযোগিতার ওপর বিধিনিষেধ আরোপ করেছিল। তবে বৃহস্পতিবার রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করার নতুন ঘোষণার মাধ্যমে সেই বিধিনিষেধ এখন আনুষ্ঠানিকভাবে নিয়মে পরিণত হল। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি কোম্পানিগুলোকে এখন সামান্য পরিমাণ বিরল...